বাইরে শরীরের হৃৎপিণ্ড, টাকার অভাবে বাঁচানো গেল না শিশুটিকে

0

 বাইরে শরীরের হৃৎপিণ্ড, টাকার অভাবে বাঁচানো গেল না শিশুটিকে

বরিশালের আগাইলঝাড়ায় শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্ম নেওয়া একটি শিশুকে শুধু টাকার অভাবে বাঁচানো যায়নি। স্থানীয় নিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের চিকিৎসকরা সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শিশুটির মৃত্যু হয়



এই ক্লিনিকটিতেই গত বৃহস্পতিবার রাতে (১৬ সেপ্টেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।


চিকিৎসকরা জানান, হৃৎপিণ্ড শিশুর শরীরের ভেতরে স্থাপন করা সম্ভব। তবে এ চিকিৎসা ব্যয়বহুল। প্রয়োজন হবে ৮ থেকে ১০ লাখ টাকা।

অর্থের অভাবে এই চিকিৎসা শুরু করতে পারেননি রমেন-অপু দম্পতি।


শিশুটির বাবা-মা জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যার হৃৎপিণ্ড শরীরের বাইরে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে মেয়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসকরা শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। শিশু হাসপাতাল থেকে তাদের পাঠানো হয় রাজধানীর বারডেম হাসপাতালে।

বারডেমের চিকিৎসকরা জানিয়েছিল, শিশুটিকে আইসিইউতে ভর্তিসহ অপারেশনের জন্য খরচ হবে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। তারা শিশুটিকে বাঁচাতে সকলের সহযোগিতা চেয়েছিলেন।


চিকিৎসার জন্য এত টাকা না থাকায় পুনরায় শিশুটিকে রোববার ঢাকা থেকে বাড়িতে এনে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। অবশেষে শিশুটি মৃতুবরণ করে।


প্রসঙ্গত, আগৈলঝাড়া উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে গত বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। নবজাতকের হৃৎপিণ্ড ছিল শরীরের বাইরে গলার কাছে।

 

কালেক্টেড



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top