হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

0

 

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে একদিনের সরকারি ছুটি শেষে আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।


মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

 
বিষয়টি নিশ্চিত করে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ ক

র্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। 

 
তিনি জানান, সরকারি ছুটি শেষ হওয়ায় মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সেইসঙ্গে বন্দর অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের এই জনসংযোগ কর্মকর্তা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top